| Your Ads Here 100x100 |
|---|
জামালপুরে বাল্য বিবাহ রোধ, মা ও শিশু মৃত্যুর ঝুঁকি, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২২ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাপুনিয়ায় ত্রি-নয়ন স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজকে ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। পৌর এলাকার প্রায় ২.৫০ একর জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যে নদীটা বহমান ছিল সেটাও এখন মরে গিয়েছে। আমরা পলিথিন বা প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু এই শহরের বেশির ভাগ পলিথিন বা প্লাস্টিক অপরিকল্পিত ভাবে এবং অব্যবস্থাপনার কারণে জনগন যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তিনি আরও বলেন, পচনশীল যত বর্জ্যই তৈরি হোক তা রাসায়নিক বা জৈব সারে পরিনত হয়ে যায়, শুধুমাত্র পলিথিন বা প্লাস্টিক ব্যতিত। অথচ আমরা প্রতিনিয়তই নির্বিচারে এসবের ব্যবহার করে যাচ্ছি। এই ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনাদের অবগতির জন্য জানাই প্রথম বারের মত আমরা জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৫শত ৭১ টি প্রকল্প গ্রহণ করেছি। সে প্রকল্প গুলো নেওয়া হয়েছে শুধু মাত্র যারা বিগত ৩ বছরে কোন রকমের সুযোগ সুবিধা পায়নি সেই সকল প্রতিষ্ঠানের অনুকূলে। যা দেখতে পাচ্ছি বিগত ১৫ বছর আপনাদের এই এলাকায় কোন অনুদান, সরকারি সহায়তা বা প্রণোদনা আসেনি। জেলা প্রশাসক বলেন, এখন যেহেতু নিয়মিত কোন কাউন্সিলরগণ নাই, পৌরসভার মেয়র নাই, এসময়ও কিন্তু সরকার কাজ করছে। কীভাবে করছে ? কাউন্সিলরগণদের স্থানে আমরা সরকারি কর্মকর্তাগণদের দ্বায়িত্ব দিয়ে রেখেছি। আপনাদের এই ৮ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলরের দায়িত্বে আছেন উনি সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার। জেলা শিক্ষা অফিসার এই এলাকার সকল সমস্যা বা সুযোগ সুবিধার কথা শহর পর্যায়ের যে কমিটি আছে এবং যার সভাপতি হচ্ছে পৌরসভার প্রশাসক তার নিকট আপনাদের এলাকার সকল সমস্যা গুলো তিনি তুলে ধরেন।
সৈয়দ আশিক মাহমুদ,জামালপুর

