25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

কয়রায় বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ ) উদযাপন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিশ্ব মানবতার মুক্তির দুত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাতের পুন্যময় দিন হিসেবে খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সিরাতুন্নবী (স:) অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের বিস্ময়, নবী রাসূলদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, বিশ্বনবী হযরত মুহাম্মদ( স:)যার গুণকীর্তনে ভিন্ন ধর্মের মানুষেরা পর্যন্ত পঞ্চমুখ,কাফির-মুশরিক, দুশমনরা ও যাকে আল আমিন তথা মহাসত্যবাদী বা পরম বিশ্বাসী আখ্যায় আখ্যায়িত করতে কুণ্ঠিতবোধ করেনি, তাঁরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০ টায় মাদ্রাসার মিলনায়তন কক্ষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এক মনোরম পরিবেশে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার এ কে এম আজহারুল ইসলাম।সিরাতুন্নবী (স:) এর জীবনী নিয়ে তিনি তার আলোচনায় বলেন, সৃষ্টির জন্য যাদের সৃষ্টি তারা চির অমর। প্রিয় নবী ( সা:) আজ দুনিয়ার বুকে নেই, সেটিই ভাবার বিষয়। উৎসব বা শোক পালন বড় কথা নয়।আসল কথা হলো তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। একমাত্র ইসলামকেই ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির অনন্য পথ হিসেবে গ্রহণ করা। তিনি আরও বলেন, আল্লাহর ভালবাসা পেতে হলে রাসুল (সাঃ) এর পথ অনুসরণ করতে হবে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা:) এর জন্ম ও জীবনী আলোচনা করতে মাওঃ এম এ ছালাম বলেন, সিরাতুন্নবী (সাঃ )এর আসল শিক্ষা হল মহানবী (সাঃ) এর ২৩ বছরের ভালোবাসার, কঠোর সাধনার পরিপূর্ণ ও একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবনবিধান ইসলামকে পরিপূর্ণ রূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামকে সগৌরবে প্রতিষ্ঠা করা।আর এটাই নবী রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও আলোচনা রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওঃ আব্দুল হক, মাওঃ সাজ্জাদুল ইসলাম, মাওঃ রফিকুল ইসলাম। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ নজরুল ইসলাম, ক্বারী নূরুল হক, মাষ্টার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মনিজুর রহমান, মাষ্টার আঃ রউফ, মাষ্টার নাহিদুজ্জামান, মাষ্টার আবু রায়হান ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান, রহিমা খাতুন, ও মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, রাসুলের জীবনাদর্শ বাস্তবায়নে শান্তির পথে এগিয়ে, এবং বিশ্বের সকল মুসলিম নর-নারীদের বিদ্বেয়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওঃ আব্দুল হক সানা।

মোক্তার হোসেন, কয়রা (খুলনা ) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...