| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে আগামী ১৯ অক্টোবর রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক মাসব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহে দুই দিন—রবিবার ও সোমবার—প্রশিক্ষণ চলবে। নারী প্রশিক্ষণার্থীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা, আর পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য বিকেল ৪টা থেকে ৫টা।
কোর্সে সর্বমোট ৩০ জন অংশগ্রহণ করবেন। এর মধ্যে ২৫ জন থাকবেন স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক-কর্মকর্তা। প্রতিটি বিভাগ থেকে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রীসহ মোট ৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আইকিউএসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাঁতার সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। এছাড়া নিয়মিত ড্রাইভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চাইনিজ ভাষার ওপর প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ শাহানুর রহমান মুকুট,বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

