19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

ফিলিস্তিন সমর্থনে পোস্ট করায় সাংবাদিক বরখাস্ত, ক্ষতিপূরণ গুনবে এবিসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে পোস্ট করার কারণে সাংবাদিক অ্যান্টোইনেট লাতুফকে বরখাস্ত করেছিল। তখন সেটি নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছিলো সারা বিশ্বে । এবার আদালত সেই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগ দেন লাতুফ। কিন্তু মাত্র তিন দিন পর, মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ–এর একটি পোস্ট শেয়ার করায় তাকে সরিয়ে দেওয়া হয়। ওই পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অনাহারে রাখাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ ছিল, যা ইসরায়েল সবসময় অস্বীকার করেছে।
বিচারক ড্যারিল রঙ্গিয়াহ রায়ে বলেন, লাতুফকে পোস্ট না করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল বলে আদালত মনে করে।
আগে লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছিল এবিসি। নতুন রায়ে প্রতিষ্ঠানটিকে আরও ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অর্থ প্রদানের পাশাপাশি আদালতের নির্দেশে এবিসি সাংবাদিক লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...