25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সম্পন্ন হয়।

এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ নূর বখ্ত, হাফেজ মাওলানা মোজাম্মেল হক আইমানি, হাফেজ মাওলানা ইসরাফিল, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী ও মাওলানা রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক স্তর শিশুর জীবনের ভিত্তি। এখানে নৈতিকতা ও আদর্শ গঠনের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বর্তমানে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় শিশুরা কাঙ্খিত নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি সরকার গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এটি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুকরণ প্রবণতা বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে জাতির জন্য হুমকি হতে পারে। তাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ জরুরি।

বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ধর্মপ্রাণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

তাদের আরও দাবি, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করতে হবে। শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিতে ধর্মীয় পাঠ্যক্রম আরও শক্তিশালী ও বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...