24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

মাতামুহুরীর স্রোতে ভেসে যাওয়া উসাচিং মার্মার লাশ ভেসে উঠল লামার চাম্পাতলী মাঝি পাড়ায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া উসাচিং মার্মার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে চাম্পাতলী মাঝি পাড়ার পাশে তাঁর মরদেহ ভেসে ওঠে।

এর আগে মঙ্গলবার লামা বাজারঘাট দিয়ে নদী পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন উসাচিং মার্মা। প্রত্যক্ষদর্শীরা জানান, নদী পার হওয়ার একপর্যায়ে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা তল্লাশি অভিযান চালায়।

নিখোঁজ উসাচিং মার্মা চাম্পাতলী মার্মা পাড়ার বাসিন্দা। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফরহাদ আহমদ সজল; লামা উপজেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...