অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে পঞ্চসার ইউনিয়ন পরিষদে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব এস এম আব্দুর রহমান, প্রশাসক, পঞ্চসার ইউনিয়ন পরিষদ। সভা সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ কবীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, পঞ্চসার ইউনিয়ন পরিষদ।
উক্ত সভায় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যবৃন্দ, সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ এবং স্থানীয় পূজা মণ্ডপসমূহের সভাপতি গণ উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশাসক জনাব এস এম আব্দুর রহমান উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব আয়োজনে কোনো সমস্যা থাকলে তার সমাধান প্রদানের আশ্বাস দেন।
এ সময় পঞ্চসার ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পরিশেষে ইউনিয়ন পরিষদের সদস্যগণ বক্তব্য রাখেন এবং প্রস্তুতি সভার কার্যক্রম শেষ করেন।
-মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জ