ভারতের লাদাখে আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নিল। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রনের বাহিরে । মঙ্গলবার রাজধানী লেহতে ছাত্র-যুব সংগঠনের ডাকা হরতাল ঘিরে বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
সংঘর্ষে তিন থেকে পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনের নেতা ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, পুলিশের গুলিতে তরুণরা মারা গেছেন। সহিংস ঘটনায় দুঃখ প্রকাশ করে ওয়াংচুক আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং দীর্ঘ ১৫ দিনের অনশন শেষ করেন।