26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

মানুষ লালনের গানের সঙ্গে নাচ করেন , এটি সঠিক নয়: ফরহাদ মজহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, “কিছু মানুষ লালনের গানের সঙ্গে নাচ করেন। এটা কিন্তু লালনের ভাবের সঙ্গে যায় না, বরং ক্ষতিকর।”
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে ফরিদা পারভীন স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। লালন একাডেমি এ স্মরণসভা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, “ফরিদা পারভীন তার গায়কির মাধ্যমে আমাদের প্রথম বুঝিয়েছেন—লালন নিছক সংগীত নন, তিনি ভাব সংগীত। এটি বিশেষ দার্শনিক অবস্থানকে মুখোমুখি করার এক বিশেষ পদ্ধতি।”
তিনি আরও বলেন, “পাকিস্তান আমলে লালনের গান গাওয়া হতো পল্লিগীতি হিসেবে। স্বাধীনতার পরে লালনের সংগীত পরিচিতি পায়। আর ফরিদা পারভীন তার গায়কির মধ্য দিয়ে লালনকে পল্লিগীতির স্তর থেকে জাতীয় পর্যায়ে তুলে এনেছেন, ভাবের গান হিসেবে।”
ফরিদা পারভীনকে শিল্পী বলা হবে অপমান—এমন মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, “লালনের গান সাধকদের গান, বাংলার ভাবচর্চা ও দর্শনের দীর্ঘ ধারার অংশ। এর সঠিক হদিস আমাদের শিক্ষিত মহলে নেই। আবার যারা লালনের গান চর্চা করেন, তাদের মাঝেও নেই।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...