24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবীতে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জামালপুরের দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবীতে এক মানববন্ধন করেছেএলাকাবাসী। চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়াএলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যরাখেন, চিকাজানী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আবু হানিফ,আহসান হাবীব বাবু, মোঃ আবুল কাশেম, মুন্না আক্তার, ছানি মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, যুগের পর যুগ ধরে ব্রহ্মপুত্র নদেরভাঙ্গন চলে আসছে। তীব্র ভাঙ্গন চলছে চিকাজানী ইউনিয়নেরচরডাকাতিয়াপাড়া হুদার বাড়ীর মোড় থেকে হাজারীপাড়া গ্রাম পর্যন্ত।ইতিমধ্যে হাজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীনহয়েছে। ব্রহ্মপুত্র নদের উত্তরে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলারএকটি ইউনিয়নের সীমানা থেকে শুরু করে দক্ষিণে দেওয়ানগঞ্জেরচিকাজানী ইউনিয়নের বড়খাল ফুটানী বাজার পর্যন্ত ৬/৭ কিলোমিটারদূরে নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। চরম হুমকিতে পড়েছে বড়খাল, খানপাড়া,চর ডাকাতিয়াপাড়া, সিনি, হাজরাপাড়া, খোলাবাড়ী বাজার,খোলাবাড়ী নৌ থানা, চর মাগুরীহাট সহ অনেক গ্রাম, জনপদ, স্থাপনা,শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য। বক্তাগণ আরো বলেন, সম্প্রতি ৪টিগ্রাম নদীতে বিলীন হয়েছে। খাটিয়ামারী, খোলাবাড়ী, গুচ্ছগ্রাম,খোলাবাড়ী আশ্রয়ন প্রকল্প, খোলাবাড়ী আদর্শ গ্রাম সহ বেশকটিগ্রাম। বক্তাগণ, ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার আগে থেকেদেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গন চলে আসছে। আজও কোনোপ্রতিকার হয়নি। এ যাবৎ অনেক সরকার এসেছে, গেছে। দেওয়ানগঞ্জবাসীর প্রাণের দাবী বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকরকোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা অনতিবিলম্বে খোলাবাড়ী ও চরডাকাতিয়াপাড়া এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সৈয়দ আশিক মাহমুদ,জামালপুর

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...