ভারতের উত্তর প্রদেশের কানপুরে স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ মামলা চলাকালীন নতুন করে ঘটে গেল সহিংস ঘটনা। এমন বিরল ঘটনা এর আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা । সোমবার রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সারিকা স্বামী অমিত সোনকারের কান কামড়ে ছিঁড়ে নেন বলে অভিযোগ উঠেছে।
আহত অমিত ব্যান্ডেজ করা অবস্থায় থানায় গিয়ে অভিযোগ করেন, স্ত্রীই আগে মারধর শুরু করেন। তিনি বাঁচতে খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। তার দাবি, স্ত্রী অনেক টাকা চান এবং আলাদা বাড়ির দাবিও তুলেছেন। বাজারে সবজি বিক্রি করে সংসার চালানো তার পক্ষে এত চাহিদা মেটানো সম্ভব নয়।
অন্যদিকে, স্ত্রী সারিকা পাল্টা অভিযোগ করে জানান, অমিতই তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দম্পতির মধ্যে ইতোমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এরই জের ধরে দুইজনের মাঝে মারামারির সূত্রপাত হয়েছে। সারিকার অভিযোগের ভিত্তিতে অমিতের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। তদন্ত চলছে।