26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

‘আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন’- প্রধান উপদেষ্টাকে বললেন, স্লোভেনিয়ার এক্স প্রেসিডেন্ট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক ;
ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক যুক্তরাষ্ট্রে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সংগঠনের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জাতিসংঘের অধিবেশনে যুক্ত থাকতে দানিল এখন
যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ।
বুধবার যুক্তরাষ্ট্রের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ খাতে ইউনূসের পথপ্রদর্শকমূলক ভূমিকা ও এর বৈশ্বিক প্রভাবের প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব।”
বাংলাদেশে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। এ ধরনের গণতান্ত্রিক সংগ্রামের মাধমে ঘটে যাওয়া রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও জানার প্রয়োজন আছে।
অধ্যাপক ইউনূস আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল।”
ক্লাব ডি মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম, যেখানে গণতান্ত্রিক সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।
বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...