সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে তাসনিম জারা আছেন যুক্তরাষ্ট্রে ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। অনেকেই প্রশ্ন তোলেন—সরকারি প্রোগ্রামে কেন তিনি একা যোগ দিলেন?
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাসনিম জারা বিষয়টি স্পষ্ট করে বলেন, “এটি সরকারি প্রোগ্রাম ছিল না। মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক মিলে আয়োজিত এক সাইড ইভেন্টে ব্যক্তিগত আমন্ত্রণে আমি অংশ নিয়েছি।”
তিনি জানান, সরকার তিনটি অফিসিয়াল প্রোগ্রামের বাইরে অবসর সময়ে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন। “জাতিসংঘ অধিবেশনের সময় অনেক সাইড ইভেন্ট হয়। চাইলে এসব আয়োজনে অংশ নিয়ে সময়টাকে কাজে লাগানো যায়,”—লিখেছেন তিনি।
তাসনিম জারা বলেন, রাজনীতিতে আসার আগে তার কোম্পানি ‘সহায় হেলথ’ ব্র্যাক ও মেডট্রনিকের সঙ্গে কাজ করেছে। সেই পরিচয়ের সূত্রে আয়োজকরা আমন্ত্রণ পাঠান। “সরকার আমাকে পাঠায়নি, তাই আমাকে অন্য আসনে বসানো হয়েছিল,”—ব্যাখ্যা দেন তিনি।
কিছু গণমাধ্যমে প্রচারিত ‘প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছেন’—এমন দাবি প্রত্যাখ্যান করেন তাসনিম জারা। তার ভাষায়, “সেশনের নামই ছিল ‘ব্লুপ্রিন্ট’। আমি শুধু মেডিক্যাল ডিভাইস ও প্রযুক্তি নিয়ে মন্তব্য করেছি।”