18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

ওসির প্রত্যাহার বাতিলের দাবিতে রাজারহাটবাসীর মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম এর ষড়যন্ত্র মূলক প্রত্যাহার বাতিল করে রাজারহাট থানায় পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে রাজাহাট এলাকার সর্বস্তরের মানুষ।
বৃহঃস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজারহাট এলাকার পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগরিক পার্টি (এনসিপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল মতের মানুষজনের উপস্থিতিতে গণস্বাক্ষর ও পুলিশ সুপার কুড়িগ্রাম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজারহাটের সর্বস্তরের জনগণের পক্ষে সাইয়াদুর রহমান শাওন, সবুজ মিয়া সভাপতি, ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখা। তোফায়েল আহমেদ, সাবেক আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখা। আনিসুর রহমান লিটন, সভাপতি, রাজারহাট উপজেলা প্রেসক্লাব। মোজাম্মেল হক বাবু, সাংগঠনিক সম্পাদক, এনসিপি কুড়িগ্রাম। আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক রাজারহাট প্রেসক্লাব। রতন কুমার রায়,সদস্য সচিব, পূজা উদযাপন কমিটি রাজারহাট। রাশেদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি রাজারহাট। মোঃ গুলজার হোসেন, প্রধান শিক্ষক, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়, রাজারহাট। মকবুল হোসেন, সাধারণ সম্পাদক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। মোঃ মাহিন ইসলাম, মোঃ নুরুজ্জামান মিয়া, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতা, রাজারহাট উপজেলা শাখা। মোঃ রুবেল পাটোয়ারী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজারহাট।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাটের মানুষ শান্তি প্রিয় মানুষ। বিগত সময়ের চেয়ে গত দু মাসে মাদক নিরোধ, জুয়া খেলা বন্ধ, জনগনের আইনি সহায়তা ও জনকল্যাণে যখন জনগনের নিবেদিত প্রাণ হয়ে উঠেছেন ওসি নাজমুল তখনই চক্রান্ত করে তাকে ক্লোজড করা হয়। আমরা ওসি নাজমুলকে রাজারহাটে ফিরে চাই। ফিরে না দিলে চিহ্নিত সকল ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...