রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হলেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদ। শুক্রবার জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। যা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন।
গত রোববার ভোরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় মামুনের পরিবার গভীর উদ্বেগ ও শঙ্কায় ভুগছিল। তার স্ত্রী খাদিজা নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং নিরাপদ ফেরার দাবি জানিয়েছিলেন। এদিকে শাহবাগে মানববন্ধন করে পরিবারসহ স্বজনরা মামুনকে ফেরানোর আকুতি জানিয়েছিলেন।