| Your Ads Here 100x100 |
|---|
লামা ও আলীকদমবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো অবশেষে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এস.আর. স্পেশাল সার্ভিসের নতুন সরাসরি বাস সার্ভিসের। এর ফলে চট্টগ্রামগামী যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম-চকরিয়া-লামা বাস মালিক সমিতির সভাপতি জনাব নুর হোসেন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদ, শ্রমিক দলের সভাপতি মোঃ আবু হানিফ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন লামা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে এবং আলীকদম থেকে সকাল ৮টায় গাড়ি ছেড়ে যাবে। যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন লামা মাতামুহুরি বাস কাউন্টার ও লাইনঝিরি মাতামুহুরি বাস কাউন্টার থেকে।
উদ্বোধন উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। লামা থেকে চট্টগ্রাম ভাড়া পূর্বের ৩৫০ টাকার পরিবর্তে মাত্র ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, নতুন এই সার্ভিস চালু হওয়ায় লামা ও আলীকদমের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।ফরহাদ আহমদ সজল, বান্দরবান

