16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব কখনো সম্ভব নয়- ঈদগাঁওয়ে ৫ দফা দাবিতে জামায়াত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

সেলিম উদ্দিন, ঈদগাঁও:

কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে আসবে। এ পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব কখনো সম্ভব নয়।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া গণতান্ত্রিক কাঠামো দৃঢ় হবে না। দলীয় অনুকম্পা নয়, জনগণের ভোটই হবে নির্বাচনের ভিত্তি।

পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বিক্ষোভ মিছিলটি বাজারের শাপলা চত্বর থেকে শুরু করে বাস ষ্টেশনে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়।

উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

এসময় উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলমসহ জামায়াত-শিবিরের উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...