জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে সভাকক্ষ থেকে বেরিয়ে যান নিহত সেনা ইটাই চেনের বাবা রুবি চেন। ক্ষুব্ধ হয়ে তিনি বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
রুবি চেন বলেন, নেতানিয়াহু বন্দিদের তালিকা পড়তে গিয়ে তার ছেলের নাম উল্লেখ না করে তাকে অসম্মান করেছেন। তার ছেলে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক ছিলেন।
তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু গাজার বন্দিদের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। “এই যুদ্ধ উভয় পক্ষের জন্যই সীমাহীন দুঃখ ও রক্তপাত ডেকে এনেছে,”—বলে সভাকক্ষ ছাড়েন তিনি।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা গাজা সংঘাতকে ঘিরে ইসরায়েলি সমাজের ভেতরকার ক্ষোভ ও বিভক্তির প্রতিফলন।