ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপারস্টার রজনীকান্ত ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
নিজেও গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। এক টুইটে তিনি লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে। প্রাণ হারানো প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
এটি বিজয়ের জনসভাকে ঘিরে প্রথম বিশৃঙ্খলা নয়। চলতি মাসের শুরুতে ত্রিচিতেও তার সমাবেশে ব্যাপক ভিড়ের কারণে শহর কার্যত থমকে গিয়েছিল।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে।