16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

মুন্সীগঞ্জে রেকর্ড সংখ্যক ৩৫৮ মণ্ডপ প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মুন্সীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলাজুড়ে এবার ৩৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মণ্ডপে প্রতিমা স্থাপন ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। এখন কেবল অপেক্ষার পালা, মা দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর।
​জেলা সদরের পাশাপাশি সিরাজদিখানের কেয়াইন, শ্রীনগরের ভাগ্যকুল এবং লৌহজং-এর বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী মণ্ডপগুলো সেজেছে নতুন রূপে। মৃৎশিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমায় রঙের প্রলেপ ও অলংকার পরিয়ে দিতে ব্যস্ত সময় পার করেছেন। পূজা উদযাপন কমিটিগুলো এখন মণ্ডপ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ​জেলা প্রশাসক জানিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সরকারি অনুদান মণ্ডপগুলোতে দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখা হয়েছে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।

 

এম এ রাজ্জাক (সুমন)

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...