16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

জামালপুরে জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জামালপুর থেকে সৈয়দ আশিক মাহমুদঃ
জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় ২৭ সেপ্টেম্বর, শনিবার দুপুরে জামালপুর শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন খানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টি জেলা শাখার সদস্য প্রকৌশলী মনির আহম্মেদ, জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মীর সামছুল আলম লিপটন, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, ডাক্তার ইয়াসমিন আলী আকন্দ, কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, জিল্লুর রহমান বিপু, সদস্য প্রকৌশলী আব্দুল লতিফ,
মো. আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি শহর শাখার সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় তরুণ পার্টি জেলা শাখার আহবায়ক আব্দুল আল ফারুক, মহিলা পার্টি জেলা শাখার সদস্য সচিব শাহিনা আক্তার লিমা, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সদস্য সচিব ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাজী আকাশ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আনিছুর রহমান মানিক।
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান বলেন, বাংলাদেশে প্রভূত উন্নয়ন করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। সেজন্য পল্লীবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। তার আদর্শ ও রাজনৈতিক জীবন অনুসরণ করে প্রতিটি নেতাকর্মীর পথা চলা উচিত। বর্তমান কমিটি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে নির্বাচনের প্রতি মনোনিবেশ করবেন। দলের ক্ষতি হয় এমন কাজ থেকে সবাই বিরত থাকব। দেশের লোক এখন জাতীয় পার্টির প্রতি আশা-ভরসা রাখছেন। তাই দেশ ও জনগণের কল্যাণে নেতা-কর্মীসহ সবাইকে কাজ করে যেতে হবে।
পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...