16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

লালমনিরহাটে ছাত্রদলে চার শতাধিক বৈষম্যবিরোধী আন্দোলনকারীর যোগদান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) আয়োজিত এক অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শিক্ষার্থীদের দলে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। তোমাদের এই যোগদান প্রমাণ করে যে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাবেক এই উপমন্ত্রী বলেন, “দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”
নতুন যোগদানকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন এবং কামরুজ্জামান সুমন। তারা তাদের বক্তব্যে জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে চান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...