16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গত ২১ সেপ্টেম্বর প্রথম প্রহরে শুভ মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ১৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ইতোমধ্যেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে। প্রতিমার গায়ে রঙ-তুলির আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা জানান, “ঝালকাঠি সদর উপজেলায় ৭৫টি, নলছিটিতে ২৪টি, রাজাপুরে ১৮টি ও কাঠালিয়ায় ৪৫টি মণ্ডপে পূজা হবে। আমরা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।”

প্রতিমা নির্মাণের কারিগররা বলছেন, পূজার মৌসুম তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। ভাস্কর উত্তম পাল বলেন, “প্রতিমা বানানো আমাদের শুধু জীবিকা নয়, ভক্তিও। দেবীর চোখ আঁকার সময় মনে হয় মা সত্যিই আমাদের সামনে উপস্থিত।”

শুধু প্রতিমাশিল্পীরাই নয়, ঢাক-ঢোল প্রস্তুতকারক ও বাদ্যযন্ত্র কারিগররাও এখন কর্মব্যস্ত সময় পার করছেন। সদর উপজেলার বাদ্যযন্ত্রশিল্পী শুকলাল দাস জানান, “পূজার সময় আমাদের কাজ আর আয় দুটোই সবচেয়ে বেশি থাকে। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ছুটতে হয়, তবে আনন্দের মধ্যে কষ্ট ভুলে যাই।”

দেবীর সাজসজ্জা দেখতে ইতোমধ্যেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। মণ্ডপে বাজছে ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনি। চলছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রস্তুতি বিজয়ার মেলার।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। বিশেষ টহল থাকবে যাতে ভক্তরা নিশ্চিন্তে পূজা উপভোগ করতে পারেন।” জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...