| Your Ads Here 100x100 |
|---|
২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে বিমান ভাড়া কমিয়ে ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সরকারি ব্যবস্থাপনার ৩ টি প্যাকেজ হলো—
প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো এ ছাড়া অতিরিক্ত দুটি প্যাকেজ দেওয়ার সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার থেকে ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে হজে যেতে চাইলে তাদের সঙ্গে ৫০ বছরের নিচে একজনকে নিতে হবে। এছাড়া, সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

