- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি দাবি করেন, একটি মহল উৎসবকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে একাধিক থানার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন,
“খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর পেছনে ভারতসহ ফ্যাসিস্ট মহলের ইন্ধন রয়েছে বলে আমরা মনে করছি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”

