| Your Ads Here 100x100 |
|---|
মুন্সিগঞ্জ: আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিমের গণসংযোগকে কেন্দ্র করে সম্প্রতি পদ্মা সেতু (উত্তর) থানার কবুতর খোলা বাজার ছিল মুখরিত। প্রবীণ এই শিক্ষাবিদ ও রাজনীতিবিদ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং পথসভার মাধ্যমে তাঁর নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
সকাল থেকেই পদ্মা সেতু (উত্তর) থানার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কবুতর খোলা বাজারে এসে জড়ো হন। অধ্যাপক ফজলুল করিম তাদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন দোকান ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে নিজের পরিচিতি তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে তিনি তাদের খোঁজখবর নেন।
পথসভায় অধ্যাপক ফজলুল করিম তাঁর বক্তব্যে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “মুন্সিগঞ্জ-২ আসনে দীর্ঘদিনের যে রাজনৈতিক স্থবিরতা চলছে, তা থেকে মুক্তি দিতে আমি বদ্ধপরিকর। বিশেষ করে যুবসমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান এবং কৃষি ও মৎস্য খাতে আধুনিকায়নের মাধ্যমে এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে হবে।” তিনি আরও বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়, শান্তি ও সুবিচারের রাজনীতি দেখতে চায়। আমি সেই পরিবর্তনের প্রতীক হয়ে আপনাদের সামনে এসেছি।”
এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু (উত্তর) থানার আমির মুফতি এসএম আনোয়ার হোসাইন। মুফতি আনোয়ার হোসাইন বলেন, “অধ্যাপক ফজলুল করিম একজন সৎ ও জনদরদি নেতা। তাকে বিজয়ী করলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।” পথসভায় জামায়াতের নেতা-কর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয় এবং প্রার্থীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
এম এ রাজ্জাক (সুমন),মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

