আগামী ৬ অক্টোবর হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণ এবং হাইকোর্টের নির্দেশে নির্বাচনী তফসিলে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আদালতের আদেশে ১৫টি ক্লাব নির্বাচনের বাইরে চলে গেছে, যার মধ্যে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল–সম্পৃক্ত ওল্ড ডিওএইচএস ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। এছাড়া এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।
এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিল। খসড়া ভোটার তালিকায় বাদ পড়লেও নির্বাচন কমিশন পরে তাদের ফিরিয়ে নেয়। মনোনয়ন ও যাচাই-বাছাই শেষ হওয়ার পর হাইকোর্টের আদেশে আবারও বাদ পড়তে হলো তাদের।
এতে করে ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাদ পড়া ক্লাবগুলো আইনি পদক্ষেপ নিলে নির্বাচন পেছাতেও পারে।