17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ট্রাম্পের ২০ দফা ; হামাসকে ৩–৪ দিনের আল্টিমেটাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক ডেস্ক :
গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাড়া দিতে গাজার সশস্ত্র সংগঠন হামাসকে তিনি তিন থেকে চার দিনের সময়সীমা দিয়েছেন।
সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।
পরদিন মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “এখন আমরা কেবল হামাসের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশ এই প্রস্তাবে সই করেছে, ইসরায়েলও সম্মতি দিয়েছে। শুধু হামাসের সাড়া বাকি।
ট্রাম্প সতর্ক করে বলেন, “যদি হামাস প্রস্তাবে সই না করে, তবে তা হবে অত্যন্ত হতাশাজনক সমাপ্তি।” ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে—সেই প্রশ্নে তিনি স্পষ্ট কিছু না বললেও জানান, ইসরায়েল তখন যা করতে চাইবে, যুক্তরাষ্ট্র তাদের পুরোপুরি সহায়তা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, হামাস ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদের শীর্ষ নেতৃত্ব “তিন দফায় হত্যাচেষ্টার” শিকার হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...