| Your Ads Here 100x100 |
|---|
সুন্দরবনে কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল ৩২ নামে এক জেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাত সাড়ে আটটা পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।সুব্রত মন্ডল খুলনা জেলার ডাকব উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মন্ডলের ছেলে। তিনি সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সুব্রত মন্ডল ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাশ সংগ্রহ করে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি করমজল খাল পার হচ্ছিলেন। এসময় একটি কুমির তাকে ধরে নিয়ে যায় সাথে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী করমজলখালে তল্লাশি চালান।
স্থানীয় হাওলাদার আজাদ করিম বলেন, এখনো মরদেহ খোজ চলছে। সুব্রত কোন ছেলে মেয়ে নেই তবে স্ত্রী এখন সন্তানসম্ভবা বলে শুনেছি।
গতবছরও একইভাবে খালের সাঁতার কাটার সময় এক জেলে কুমিরের আক্রমণে নিহত হয়েছিলেন।
অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি

