| Your Ads Here 100x100 |
|---|
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা গত ২৮ই সেপ্টেম্বর হতে শুরু হয়েছে।
এবছর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোটি ৪৩ টি পূজা অনুষ্ঠিত হবে।ব্যতিক্রমী পূজা অনুষ্ঠিত হচ্ছে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে।
মা দুর্গার ৫১টি সতীপীঠ এর অবলম্বনে আলফাডাঙ্গার শ্রী শ্রী হরি মন্দিরে তৈরি করা হয়েছে ১৫১ টি প্রতিমা যা ইতিমধ্য নজর করেছে লক্ষ লক্ষ দর্শনার্থীদের।
ভারত থেকে আগত ৪জন প্রতিমা শিল্পী প্রায় তিন মাস ধরে তৈরি করেছে এই ১৫১ টি প্রতিমা। এছাড়াও এখানে প্রদর্শন হচ্ছে ৫১ হাত সর্প। রয়েছে ডিজিটাল প্রতিমা।
আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী প্রবীর কুমার বিশ্বাস বলেন,৫১ টি খন্ড বাংলাদেশ নেপাল তিব্বত পাকিস্তানের রয়েছে মানুষ অর্থ খরচ করে এই পীঠ দর্শন করতে পারে না বিধায় আমরা এই মায়ের ৫১ টি খন্ড উপস্থাপন করেছি মা দুর্গার এই ৫১ টি পীঠ ভক্তরা একসংগে দে খতে পারবেন।
লক্ষ লক্ষ ভক্তদের নজর কেড়েছে ডিজিটাল মা-ছেলের প্রতিমা, ছোট্ট ছেলে কান্না করতে থাকে তার হাতে টাকা দিলেই শুধুমাত্র তার কান্না থামবে। এছাড়া মা দুর্গার পায়ের নিচের বাঘটি তার মুখ- গহব্বর নাড়িয়ে নজর কারছে সবার।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহাজালাল আলম বলেন,পূজা উপলক্ষে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে। এছাড়া ও র্যাব,বিজিবি,সেনাবাহিনী ও আনসার ভিডিপি সহ গোয়েন্দা সার্বক্ষণিক পূজা মন্ডপ গুলো পরিদর্শন ও নিরাপত্তা সোচ্চার থাকবে।পূজা উপলক্ষে উপজেলা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী হরি মন্দিরের এই প্রতিমা প্রদর্শনী চলবে আগামী ৭ই অক্টোবর পর্যন্ত।
রাহুল কুমার মৃধা,(আলফাডাঙ্গা)ফরিদপুর

