17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক:

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ (শাটডাউন) হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যক্রম বন্ধ হতে শুরু করে।

এএফপি জানিয়েছে, বহু সরকারি দপ্তরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হচ্ছে। কতদিন এ পরিস্থিতি চলবে তা এখনো পরিষ্কার নয়। সর্বশেষ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন হয়েছিল।

প্রতিটি অর্থবছর ১ অক্টোবর থেকে শুরু হয়। এর আগে ফেডারেল ব্যয়ের পরিকল্পনা পাস করতে হয়। এবার কংগ্রেসে স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। রিপাবলিকানদের বিল পাসের জন্য প্রয়োজন ছিল ৬০ ভোট, কিন্তু তারা পেয়েছে মাত্র ৫৫।

নিউ ইয়র্ক টাইমস বলছে, অচলাবস্থার কারণে লাখো সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন। এর প্রভাব বেশি পড়তে পারে ডেমোক্র্যাট সমর্থকদের ওপর। কারণ, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন—বিল পাস না হলে ডেমোক্র্যাট ঘনিষ্ঠ কর্মীদেরই প্রথমে ছাঁটাই করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...