18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

‘শাপলার বদলে ইসি আমাদের থালাবাটি দিতে চায়’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘উটপাখি’, ‘কাপ–পিরিচ’, ‘থালাবাটি’সহ হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)—এমন অভিযোগ তুলেছে দলটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ–পিরিচ, থালাবাটি প্রতীক রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।”
নাসীরুদ্দীন দাবি করেন, শাপলা প্রতীকের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। অথচ এনসিপিকে বঞ্চিত করে ইসি একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। “গণ–অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, অন্যান্য দলের প্রতীক জাতীয় প্রতীক বা সাংস্কৃতিক উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ আমরা তাদের কোনো রাজনৈতিক কার্যক্রমই দেখিনি। ফলে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও বেড়েছে।”
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...