21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাইয়ের মৃত্যু, বোন আহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 

মিলন মাহমুদ, সিংগাইর:

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাইয়ের মৃত্যু, বোন ও সিএনজি ড্রাইভার আহত হয়েছেন।

নিহত সিএনজি যাত্রী মোঃ মাহিম (২২) হরিরামপুর উপজেলার দীঘিরচর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় আব্দুল মান্নানের ছেলে। দুর্ঘটনায় তার বোন রত্না (২৩) ও সিএনজি চালক মানিকগঞ্জ সদর উপজেলার ছোট ভাকুর এলাকার সাইজুদ্দিনের ছেলে রূপচাঁন (৩০) গুরুতর আহত হন।

বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় অজ্ঞাত ট্রাক ও সিএনজি(মানিকগঞ্জ-ঠ ১১-১৩২৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মাহিমের মৃত্যু হয়। আহত দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে  নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...