| Your Ads Here 100x100 |
|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)। এর মধ্যে ঐর্দিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নাঘরের গ্যাস চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিক হয়ে পুরো ঘরে জমে যায়। এ সময় ঘরের একটি কক্ষে বাতি জ্বালাতে গেলে গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হন। বিস্ফোরণে ঘরের একটি দেয়ালের অংশ ও জানালার থাই গ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার পর গ্যাস সুইচ বন্ধ না করায় পাইপলাইন থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। পরে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

