21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

 জামালপুর থেকেঃ সৈয়দ আশিক মাহমুদ
প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্ততি নিন’ এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জামালপুর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফি’র সভাপতিত্বে র‌্যালী শেষে ফাউন্ডেশনের সদস্য জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবীব, সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তাঁরা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তাঁরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা দ্রুত এ সকল সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহন সহ সর্বক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার প্রদান ও দেশের সব প্রবীণদের জন্য সরকারিভাবে ৫০ হাজার টাকা করে ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং পাবলিক প্লেসে প্রবীণদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থার দাবি জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...