জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের নিবন্ধনের জন্য আবেদন করা প্রতীক ‘শাপলা’ পরিবর্তন করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসি সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী ‘শাপলা’ প্রতীকটি প্রার্থীর প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত নয়। সে কারণে এনসিপিকে অন্য একটি প্রতীক বেছে নিতে বলা হয়েছে।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে ৫০টি অপ্রকাশিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বাছাই করে লিখিতভাবে জানাতে হবে। তালিকায় রয়েছে—আলমিরা, খাট, বেগুন, বালতি, মোবাইল ফোন, থালা, ফুটবল, হাঁসসহ আরও বেশ কিছু প্রতীক।
ইসি নিশ্চিত করেছে যে একবার কোনো প্রতীক বরাদ্দ হলে তা দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে দলটি পরিবর্তনের আবেদন জানায়।