বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামেগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় ও রহনপুর পৌর এলাকার ট্রেন স্টেশন ও আম বাজারে লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত জনপ্রিয় ক্লিন ইমেজের অধিকারী চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।
এ সময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
লিফলেট বিতরণ কালে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।