21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা মা মেয়ের মৃত্যু 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মোঃ সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি।
সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন, আহত হয় দুই জন
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২ টা দিকে সীতাকুণ্ড  পৌরসভার মৌলভী পাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি  ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বদিউল আলমের স্ত্রী মাসুদা আক্তার (৫০) ও মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৮)। এ ঘটনায় বদিউল আলম ও নাতি সাফওয়ান, আহত হয়েছেন।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের নানাশ্বশুর মারা যাওয়ার সংবাদে মুরাদপুর ইউনিয়নের  যান বদিউল আলমও  ‎তার সঙ্গে ছিল স্ত্রী, মেয়ে, নাতি। জানাজা শেষে বাড়িতে আসার জন্য  সিএনজিচালিত অটোরিকশাযোগে নিয়ে আসেন,বাড়ির সামনে রেললাইন পার হতে গেলে অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায়।
এসময় ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়,ও এলেকার  স্থানীয় এক যুবক বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখি, প্রায় ৪০-৪৫  ফুট দূরে রেললাইনে পশ্চিম পাড়ে মা, পূর্ব পাড়ে মেয়ে এবং নাতি ও বদিউল আলম পড়ে আছেন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল চমকে  হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মাসুদা আক্তার ও তার মেয়ে সানজিদা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান,বদিউল আলম ও তার নাতির চিকিৎসা চলছে।
‎রেলওয়ে  পুলিশ ফাঁড়ি  আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...