21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে  ইঞ্জিন চালিত নৌকা ডুবে ২ শিশু নিখোজ রয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলেন, হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা (আড়াই বছর) এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস  সূত্রে  জানা যায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকা টি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা খায়।  এতে মুহূর্তেই ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট নৌকাটি। নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাতার কেটে পাড়ে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু।নৌকা ডুবির পর পরই স্থানীয়রা শিশু দুই জন উদ্ধারের চেষ্টা চালায়। পরে খব পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে না আসায় এখনও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনা দুজন শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...