21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

প্রত্যাহারের ৮ দিন পর রাজারহাট থানার ওসি পুনর্বহাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গণদাবির মুখে মাত্র আট দিন পর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলমকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ১০ টায় কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারির পর তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। এ খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রত্যাহার ও জনমতের প্রতিক্রিয়া:-
জানা যায়, গত ১ আগস্ট রাজারহাট থানায় যোগদান করেছিলেন ওসি নাজমুল আলম। মাত্র দুই মাসের মাথায় গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানি হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের সমালোচনার ঝড় ওঠে। একইদিন বিকেলে রাজারহাটের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তার পুনর্বহালের দাবি জানানো হয়।

পুনর্বহালের আদেশ ও প্রতিক্রিয়া:-
সর্বস্তরের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ জারি করেন। সকাল ১১টার দিকে তিনি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেন। এ ঘটনাকে অনেকেই বিরল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর অবস্থান নেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদগুলোতে সচেতনতামূলক আলোচনা চালান। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকায় প্রশংসিত হন। অল্প সময়েই তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ পেয়েছি। সকাল ১১টার দিকে আমি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেছি।”

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি পুনর্বহালের পরও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখবেন।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...