19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ডেপুটি ডাইরেক্টর পরিচয় দিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগে মো. জাহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, মোবাইল এবং বিভিন্ন ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন আসে যেখানে অভিযোগ করা হয় যে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে ঝামেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান জাহিদ ফুটপাতে দোকান বসানো নিয়ে দোকানদারকে ওঠার নির্দেশ দেন এবং নিজেকে এনএসআই কর্মকর্তা ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য দাবি করেন।
তদন্তে বোঝা যায়, তার কথাবার্তা অসংলগ্ন এবং পরিচয় ভুয়া। তার কাছ থেকে উদ্ধার করা আইডি কার্ডের মধ্যে ছিল কাস্টমস, বিমানবন্দর ও অন্যান্য সরকারি দপ্তরের ভুয়া কার্ড।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...