18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে।

কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।”

কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...