| Your Ads Here 100x100 |
|---|
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ডাকে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ১ অক্টোবর’২৫ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো.তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান জানান,
স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা জানান,দীর্ঘদিন ধরে তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানানো হলেও তা কার্যকর না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
৬দফা দাবীগুলোর মধ্যে নিয়োগবিধি সংশোধন,
শিক্ষাগত যোগ্যতার মানোন্নয়ন ও সামঞ্জস্যতা সংযোজন,১৪তম গ্রেড প্রদান,ই-সার্ভিস ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতার পরিপূর্ণ উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতির ফলে উপজেলার বিভিন্ন টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে। এতে সাধারণ জনগণের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, তাড়াইল উপজেলা শাখা জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
মুকুট রঞ্জন দাস,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

