| Your Ads Here 100x100 |
|---|
কক্সবাজারের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসাইন হত্যা মামলার মূল আসামী সৈয়দ নুর (৫৫) কে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়ি থেকে তাকে ধরা হয়। ধৃত আসামী একই এলাকার মফজল আহমদের পুত্র এবং হত্যাকান্ডের প্রধান আসামী ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফির পিতা।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

