| Your Ads Here 100x100 |
|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আঃ মন্নাছ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১১টায় বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখা কার্যালয়ে নিহতের মেয়ে মোছাঃ মাহমুদা আক্তার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে মোছাঃ মাহমুদা আক্তার বলেন, “আমার পিতা আঃ মন্নাছকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আবুল কালাম (আইডি নং: ৬১১৭২৫৫২২৯৩২৫), তার স্ত্রী মোছাঃ শামছুন্নাহার ও মেয়ে মোছাঃ কামরুন্নাহারসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়ের করা হয় (জি-আর মামলা নং-৭২/১৫, মামলা নং-৩০(২)১৫, দায়রা জজ নং-১২৮০/২১)।”
তিনি আরও জানান, “দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা এখনও ধরা পড়েনি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে আমরা দীর্ঘ ১০ বছর ধরে নিজ বাড়িতে যেতে পারছি না। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
মাহমুদা আক্তার অভিযোগ করে বলেন, “আসামিরা অত্যন্ত প্রভাবশালী। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহায়তায় তারা মামলার সাক্ষীদের ভয় দেখাচ্ছে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের পরিবার আজ নিঃস্ব ও অসহায়। তবুও আমরা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”
তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি— সাংবাদিক সমাজের সহায়তায় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”
সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফরিদ নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধি

