| Your Ads Here 100x100 |
|---|
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং: ২৫৭৫)-এর নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভাটি শনিবার (৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা কক্সবাজার অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিলো। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব , সাধারণ সম্পাদক এসএম জাফর, সহ-সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজারের নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।

