| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক ;
প্রথম আট মাসে ধর্ষণ-সহিংসতার শিকার শত শত কন্যাশিশু: প্রতিবেদনে ভয়াবহ চিত্র
চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৫৪ জন কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে ৩৯০ জন কন্যাশিশুকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। এছাড়া আত্মহত্যা করেছে ১০৪ জন শিশু।
শনিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। প্রতিবেদনে সহায়তা করেছে এডুকো বাংলাদেশ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়—
-
অপহরণ ও পাচার: ৩৪ জন কন্যাশিশু শিকার, উদ্ধার হয়েছে ১৮ জন
-
খুন: ৮৩ জন কন্যাশিশু
-
রহস্যজনক মৃত্যু: ৫০ জন কন্যাশিশু (কারণ অজানা)
সংবাদ সম্মেলনে ন্যাশনাল কো-অর্ডিনেটর সৈয়দা আহসানা জামান এ্যানি বলেন,
“রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে নারী ও কন্যাশিশুরা যেকোনো সময়ে নিরাপদে চলাচল করতে পারে।”
সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।

