21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

মুখ খুললেন নূহাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে সাবেক স্ত্রী গুলতেকিন খানের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। পোস্টে তিনি প্রয়াত স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের একটি কষ্টদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।
তার লেখায় কেউ সহানুভূতি জানিয়েছেন, কেউ আবার মৃত ব্যক্তিকে নিয়ে এমন লেখা প্রকাশের সমালোচনা করেছেন। এই বিভক্ত প্রতিক্রিয়ায় এবার মুখ খুলেছেন হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের ছেলে, নির্মাতা নূহাশ হুমায়ূন।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুকে নূহাশ লেখেন, “কোনো শিল্পীকে তার কাজের জন্য ভালোবাসা যায়, আবার এটাও সত্য যে তার ব্যক্তিজীবনে ত্রুটি থাকতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ—যেমন আমাদের প্রিয় গল্পের চরিত্ররা। কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ কাছের কাউকে কষ্ট দেয়। তাই যে কষ্ট পেয়েছে, সে চুপ থাকবে—এটা ঠিক নয়। তবে মৃত কাউকে অসম্মানও করা উচিত নয়।”
গুলতেকিন খানের পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া নূহাশকে মানসিকভাবে আহত করেছে বলে জানা গেছে।
বর্তমানে নূহাশ হুমায়ূন তার বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত। সম্প্রতি তার নির্মিত ভৌতিক ঘরানার চলচ্চিত্র ‘২ষ’ প্রদর্শিত হয়েছে কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...