17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

নাচোলে সর্পদংশনের যুবকের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

​চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় নিজ শয়নকক্ষেই এই ঘটনা ঘটে। ​নিহত যুবকের নাম শ্রী সুনীল কর্মকার (৩২)। তিনি ওই গ্রামের মহাদেব ওরফে কান্ত কর্মকারের ছেলে। ​পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে সুনীল কর্মকারকে সাপে কামড় দিলে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাইক্রোবাস যোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই ঘটে বিপত্তি। রাজশাহী পৌঁছানোর আগেই গোদাগাড়ী নামক স্থানে পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​এরপর পরিবারের সদস্যরা মৃতদেহ পুনরায় নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। ​মৃত্যুর পর আধুনিক চিকিৎসার পরিবর্তে তার মৃতদেহকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে কবিরাজি চিকিৎসার জন্য নিয়ামতপুর থানাধীন টগরইল গ্রামে নিয়ে যাওয়া হয়।
​এদিকে, খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মোঃ হেলাল উদ্দীন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...