ঘুম—মানুষের জীবনে স্বস্তির আশ্রয়। কিন্তু অনেকেই ঘুমহীনতায় ভোগেন, যা ধীরে ধীরে মানসিক ও শারীরিক সংকটে পরিণত হয়। এমন এক ঘুমহীন মানুষের গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। তাঁর সঙ্গে রয়েছেন রুনা খান, ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি, গল্প লিখেছেন জাহাঙ্গীর হোসেন আপন।
ওমর মালিক বলেন,
“বয়াতির গল্প ও নির্মাণধারা আমি অনেকদিন ধরেই অনুসরণ করি। ‘নিদ্রাসুর’-এর গল্প আমাকে এতটাই নাড়া দিয়েছে যে, সব বাধা পেরিয়ে কাজটি শেষ করেছি। আশা করি, এটি দেশ-বিদেশের উৎসব ও দর্শকের মন ছুঁয়ে যাবে।”
অভিনেত্রী রুনা খান জানান,
“আমি অভিনয় করেছি মনোচিকিৎসক অনন্যার চরিত্রে—এমন চরিত্রে এবারই প্রথম কাজ। শহুরে যান্ত্রিক জীবনের ঘুমহীনতার মতো বাস্তব সমস্যাকে সিনেমায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।”
পরিচালক সোহেল রানা বয়াতি বলেন,
“চলচ্চিত্র নির্মাণই আমার জীবনের লক্ষ্য। ‘নিদ্রাসুর’ নির্মাণ করে আবারও মনে হলো—স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষের গল্প বলার শক্তিশালী মাধ্যম। শিগগিরই এটি দেশি-বিদেশি উৎসবে প্রদর্শিত হবে।”
‘নিদ্রাসুর’ শহরের ক্লান্ত, নিঃশব্দ, ঘুমহীন মানুষের অজানা ব্যথার এক প্রতিচ্ছবি—যেখানে নিদ্রার অভাবই পরিণত হয় এক অদৃশ্য দানবে।